Published : 09 Mar 2023, 05:41 PM
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ষোলঘরের পাকিড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শ্রীনগর স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান।
যাত্রীরা জানান, ঢাকা থেকে মাওয়াগামী প্রচেষ্টা পরিবহনের বাসটিতে হঠাৎ করেই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। তখন চালক বাস ফেলে পালিয়ে যায়।
হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী সামান্য ব্যাথা পান। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ ছিল।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহফুজ রিবেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ইলেক্ট্রিক ওয়ারিংয়ের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।”
বাসটির মালিক আবুল হোসেন দাবি করেন, ডিজেলচালিত বাসটির কোনো সমস্যা ছিল না।
হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট দুলাল বলেন, বাসটি সরানোর জন্য রেকার আসছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।