ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাড়ির পাশে পুকুরে পড়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার চরযোশরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চরযোশরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির।
মৃতরা হলো- ওই গ্রামের মো. জাফর শেখের ছেলে আবু বক্কর (৫) ও শফিকুল ইসলামের মেয়ে নাহিদা আক্তার (৪)। তারা চাচাতো ভাই-বোন।
স্বজনদের বরাতে আলগাদিয়া গ্রামের বাসিন্দা ইসরাইল হোসেন বলেন, দুপুরে দিকে আবু বক্কর ও নাহিদা বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। এক পর্যায়ে তারা অসাবধানতা বসত পুকুরে পড়ে যায়।
দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির আশপাশে তাদের না পেয়ে পরে পুকুরে তল্লাশি চালানো হয়।
এক পর্যায়ে পানি থেকে তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান।