সিলেটে সড়কে গেল এমসি কলেজ ছাত্রের প্রাণ

এ ঘট্নায় ওই কলেজ ছাত্রের মা ও অপর দুই যাত্রী গুরুতর আহত হন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2022, 05:32 PM
Updated : 3 Nov 2022, 05:32 PM

সিলেটের কানাইঘাট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও দশসিটা টেম্পুর মুখোমুখি সংঘর্ষ এমসি কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে বলে কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম জানান।

নিহত রেদোয়ান মাহমুদ চৌধুরী (২৪) এমসি কলেজের অর্থনীতি বিভাগের সম্মান তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী এবং ওই কলেজের রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি তাজুল জানান, শুক্রবার তার দাদির কুলখানিতে অংশ নিতে সিলেট শহর থেকে মাকে নিয়ে গ্রামে যাচ্ছিলেন রেদোয়ান। তাদের অটোরিকশাটি ওই সড়কের ঈদগাহ এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি দশসিটা টেম্পুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রেদোয়ান মাহমুদ।

“এ ঘট্নায় রেদোয়ানের মা এবং টেম্পুর দুই যাত্রী গুরুতর আহত হন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।” 

নিহতের স্বজনরা জানান, রেদোয়ান পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি করতেন। সড়ক দুর্ঘটনা নিয়েও একাধিক গণমাধ্যমে তার লেখা প্রকাশিত হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী এক মেয়ের সঙ্গে তার বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়।

ওসি তাজুল ইসলাম বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।