গাজীপুরে ‘জমির বিরোধে ভাই-ভাবির মারধরে’ যুবক নিহত

মায়ের দেওয়া জমিতে মাটি ভরাট করতে গেলে এ ঘটনা ঘটে নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানান।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2023, 03:53 PM
Updated : 3 March 2023, 03:53 PM

গাজীপুরের কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ভাই, ভাবি ও ভাতিজার মারধরে যুবক নিহতের অভিযোগ উঠেছে।

শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের দস্যুনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান।

নিহত সাজ্জাদ হোসেন সাজু (৩৮) ওই গ্রামের প্রয়াত সিরাজ উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি নাসিম জানান, মায়ের দেওয়া এক খণ্ড জমি নিয়ে সাজুর সঙ্গে তার মেঝো ভাই ইসমাইল হোসেনের (৫০) বিরোধ তৈরি হয়। শুক্রবার সকালে ওই জমিতে মাটি ভরাটের কাজ করতে যান সাজু। এ সময় ইসমাইল হোসেন, তার স্ত্রী কোহিনুর ও ছেলে নাঈম (১৭) সাজুকে বাধা দেন। এতে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে ভাই, ভাবি ও ভাতিজার মারধরে গুরুতর আহত হন ৬ সন্তানের জনক সাজু।

প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানান, শ্বশুর সিরাজউদ্দিন ৩ শতাংশ জমি তার শাশুড়ি ছালেহা বেগমকে (৭০) রেজিস্ট্রি করে দেন। শ্বশুরের মৃত্যুর পর বড় ভাশুর ইব্রাহিম ও স্বামী সাজু তাদের মায়ের দেখভাল করলেও মেজ ভাই কোনো খোঁজ-খবর রাখেননি। এ কারণে শাশুড়ি তার বড় ও ছোট ছেলেকে ওই জমি সমান ভাগে রেজিস্ট্রি করে দেন। মায়ের দেওয়া ওই জমিতে সাজু মাটি ভরাট করতে গেলে এ ঘটনা ঘটে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায় জানিয়ে ওসি নাসিম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।