গেজেটে প্রতি বছর ৫ শতাংশ হারে চা শ্রমিকদের মজুরি বাড়ানোর কথা বলা হয়েছে।
Published : 18 Aug 2023, 10:05 PM
নিম্নতম মজুরি বোর্ড প্রণীত গেজেট প্রত্যাখ্যান করে সিলেটে মানববন্ধন করেছেন চা শ্রমিক সংগঠনের নেতারা।
শুক্রবার বিকালে ‘চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ’র উদ্যোগে নগরীর লাক্কাতুরা চা বাগান এলাকার রেস্ট ক্যাম্প বাজারে মানববন্ধন করেন তারা।
‘চা বাগান অধিকার বাস্তবায়ন পরিষদ’র সংগঠক অধীর বাউরির সভাপতিত্বে ও রানা বাউরির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ‘চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ’র সংগঠক সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক আজিত রায়।
অধীর বাউরি বলেন, “নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক সম্পাদিত গেজেট সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে প্রণীত হয়েছে। নিয়ম অনুযায়ী চা শ্রমিকদের মজুরি সংক্রান্ত গেজেট সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের (ত্রিপক্ষীয়) আলাপ-আলোচনায় সম্পাদিত হয়। কিন্তু এই গেজেটটি শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ছাড়াই হয়েছে।”
গেজেটটিতে প্রতি বছর ৫ শতাংশ হারে চা শ্রমিকদের মজুরি বাড়ানোর কথা বলা হয়েছে।
অধীর বলেন, “বর্তমানে চা শ্রমিকদের মজুরি মাত্র ১৭০ টাকা। ৫ শতাংশ বৃদ্ধি হলে মজুরি বাড়বে মাত্র ৮ দশমিক ৫ টাকা। আমরা দেখেছি, গত কয়েক বছর ধরে জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়ছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে দ্বিগুণ বা তিন গুণ হচ্ছে। অর্থনীতিবিদদের আশঙ্কা, সামনে দ্রব্যমূল্য আরও বাড়বে। এ অবস্থায় মাত্র পাঁচ শতাংশ মজুরি বৃদ্ধি চা শ্রমিকদের সঙ্গে চূড়ান্ত প্রতারণা। শুধু তাই নয়, গেজেট অনুযায়ী মজুরি প্রশ্নে শ্রমিক প্রতিনিধিদের আলোচনা সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে; যা চূড়ান্ত অগণতান্ত্রিক।
“শুধু তাই নয়, পূর্বে ৫২ দিনের মজুরির সমপরিমাণ বোনাস প্রধানের নিয়ম থাকলেও গেজেটে তা কমিয়ে ৪৭ দিন করা হয়েছে। একইসাথে আমরা দেখছি, মালিকরা নিরিখ পরিমাণ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এমনকি, বকেয়া এরিয়ার বিল ৩১ হাজার টাকা মধ্যে মাত্র ১১ হাজার টাকা পরিশোধ করার কথা বলছে মালিকরা।”
অবিলম্বে চা শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট বাতিল করে ৫০০ টাকা মজুরি প্রণয়ন ও অন্যান্য সুবিধা নিশ্চিত করার দাবি জানান তিনি।