গাজীপুরে ২ কারখানার আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো জানা যায়নি।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2023, 03:36 AM
Updated : 15 Nov 2023, 03:36 AM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দুইটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

মঙ্গলবার রাত পৌনে ১১টায় উপজেলার খাড়া জোড়া এলাকায় কোয়ালিটি টেক্সলাইন ও সাফোয়ান ফয়েল কারখানায় আগুনের এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন। 

তিনি জানান, কোয়ালিটি টেক্সলাইন ও সাফোয়ান ফয়েল নামের কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ১১টার দিকে কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। 

কিন্তু আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকায় সারাবো, কাশিমপুর মিনি ফায়ার স্টেশন ও জয়দেবপুর ফায়ার স্টেশনের কয়েকটি ইউনিটও আগুন নেভানোর কাজে যুক্ত হয়। 

মোট ১০টি ইউনিটের চেষ্টায় পরে রাত ১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। 

তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। 

এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলেন জানান তিনি।