২০১৪ সালে তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করে র্যাব।
Published : 19 Feb 2024, 11:55 AM
নারায়ণগঞ্জের সদর মডেল থানায় একটি অস্ত্র মামলায় এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।
দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন (৩০) নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন।
আদালত পুলিশের পরিদর্শক জানান, একই মামলার অন্য একটি ধারায় নাজমুলকে আরও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় সাজা একই সময়ে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
আল-আমিন (২৯) নামে আরেক আসামি খালাস পেয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৩ নভেম্বর র্যাব-২ এর অভিযানে তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার হন দুজন। পরদিন তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করে র্যাব।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০৩ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]