চাঁপাইনবাবগঞ্জে মা ও মেয়েকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আদালত এই মামলায় দুজনকে খালাস দিয়েছে বলে জানিয়েছেন আইনজীবী।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2023, 11:30 AM
Updated : 6 March 2023, 11:30 AM

চাঁপাইনবাবগঞ্জে মা ও মেয়েকে হত্যার দায়ে এক দশক পর তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।  

আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম দুই আসামির উপস্থিতিতে এ রায় দিয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রবিউল ইসলাম জানান।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপর রাজারামপুর কুমারপাড়ার বাসিন্দা মো. হুমায়ন কবির (৩১), তার ভাই মো. মাহবুব আলম (৩২) এবং একই এলাকার বিলপাড়ার বাসিন্দা মো. রুবেল (৩৩)।

এদের মধ্যে মাহবুব পলাতক রয়েছেন।

মামলার বরাতে আইনজীবী বলেন, বাড়ির সীমানা নিয়ে অনেক দিন ধরে প্রবাসী মো. নাসির উদ্দিনের স্ত্রী নাসিমার সঙ্গে আসামি পক্ষের বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২০১২ সালের ৩১ অগাস্ট রাতে আসামিরা হাসুয়া দিয়ে গলা কেটে নাসিমাকে হত্যা করে।

এ সময় তার মেয়ে নীলা খাতুন ঘুম থেকে জেগে উঠলে তাকেও বালিস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরদিন পুলিশ তাদের ঘর থেকে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নাসিমার বাবা তৈমুর রহমান পরদিন বাদী হয়ে ১০ জনকে আসামি করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন। ২০১৩ সালের ৩১ জানুযারি তদন্তকারী কর্মকর্তা এসআই আলী আকবর ছয়জনের নামে আদালতে অভিযোগপত্র দেন। মামলা চলার মধ্যে মজিবুর রহমান নামে এক আসামি মারা যান।

২২ জনের সাক্ষ্য শেষে আদালত তিনজনের মৃত্যুদণ্ড এবং দুজনকে খালাস দিয়েছে বলে জানিয়েছেন আইনজীবী।