মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, ঢাকায় সভা হচ্ছে। তা শেষে বলা যাবে কখন থেকে বাস চলাচল শুরু হবে।
Published : 17 Jun 2023, 03:18 PM
অনুমতি ছাড়া একটি পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধের জের ধরে রাজবাড়ী থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
শনিবার দুপুর ১২টা থেকে রাজবাড়ী থেকে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়াসহ সব রুটেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।
সরেজমিনে শহরের মুরগির ফার্ম এলাকায় গিয়ে দেখা যায়, রাজবাড়ী থেকে দুরপাল্লাসহ সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
বাস না পেয়ে ছোট ছোট যানে তাদের ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এ জন্য অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলেও অভিযোগ করেছেন যাত্রীরা।
পাবনা থেকে আসা সেলিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জরুরি কাজে ফরিদপুর যেতেই হবে। দুপুর ১টার সময় রাজবাড়ীর মুরগির ফার্ম এলাকায় এসে জানতে পারি বাস চলাচল করছে না। এখন তো বিপদে পড়ে গেলাম। ব্যাটারিচালিত অটোরিকশায় ৬০ টাকার ভাড়া চাচ্ছে ১০০ টাকা। ”
আরেক যাত্রী শেফালী আক্তার বলেন, “ঢাকাতে ভাইয়ের বাসায় যাচ্ছি বাড়ির গাছের আম নিয়ে। কিন্তু মুরগির ফার্মে এসে দেখছি ঢাকাতে কোনও বাস যাচ্ছে না। কেন যাচ্ছে না কয়েক জনকে জিজ্ঞাসা করলে তারাও কিছু বলতে পারছে না।
“ইঞ্জিন চালিত মাহেন্দ্র দৌলতদিয়া ফেরিঘাট পর্যন্ত ভাড়া নিচ্ছে ৭০ টাকা। অথচ বাসে ভাড়া লাগে ৫০ টাকা। বাস চলাচল বন্ধ থাকায় আমরা সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে আছি।”
কুষ্টিয়ার খোকসা থেকে আসা ওয়াসিম বলেন, “খোকসা থেকে রাজবাড়ীর মুরগির ফার্ম পর্যন্ত বাসে আসলাম। এখানে পৌঁছানোর পর শুনছি বাস আর যাবে না।
“এখন অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশায় যেতে হবে। বিকল্প তো আর কিছু নাই। পান থেকে চুন খসলেও বাস চলাচল বন্ধ।”
রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালিক সমিতি থেকে অনুমতি না নিয়েই এই রুটে চলাচল করছে গোল্ডেন লাইন পরিবহন। এ জন্য বাসমালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী এই জেলা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
আব্দুর রাজ্জাক লিটন আরও বলেন, “এ বিষয়ে ঢাকাতে মিটিং আছে। আমরা ঢাকাতে যাচ্ছি। মিটিং শেষে বলা যাবে কখন থেকে বাস চলাচল শুরু হবে।”