“বৈসু উদযাপনের মধ্য দিয়ে নতুন প্রজন্ম নিজেদের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি সর্ম্পকে ধারণা পাবে।”
Published : 08 Apr 2023, 08:02 PM
খাগড়াছড়িতে নানা আয়োজনে ত্রিপুরা জনগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান বৈসু শুরু হয়েছে।
শনিবার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে এ উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এ উপলক্ষে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেয় ত্রিপুরা জনগোষ্ঠীর নারী পুরুষ, তরুণ-তরুণী ও শিশুরা।
এ সময় দিনা ড্যান্স একাডেমির সদস্যরা নৃত্য পরিবেশনা করেন। এ ছাড়া ত্রিপুরা ঐতিহ্যবাহী গরিয়া নৃত্য পরিবেশনা করা হয়।
উৎসবে অংশ নেয় আকাশ ত্রিপুরা, কার্তিক ত্রিপুরা ও দীনা ত্রিপুরা জানায়, তারা সারা বছর নববর্ষ বরণের অপেক্ষায় থাকেন। এবার বৈসু উদযাপনে তারা বিভিন্ন প্রস্তুতি নিয়েছি। এ ছাড়া সপ্তাহব্যাপী খেলাধুলার আয়োজনের কথাও তারা জানান।
লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা জানান, বৈসু উদযাপনের মধ্য দিয়ে নতুন প্রজন্ম নিজেদের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি সর্ম্পকে ধারণা পাবে।
“নতুন প্রজন্ম সংস্কৃতি ও সামাজিক রীতি-নীতি ভুলতে বসেছে। এ ধরনের উৎসব তাদের মধ্যে নতুন চেতনা উন্মোচন করবে।”
ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি সুশীল বিকাশ ত্রিপুরা বলেন, “আমাদের জনগোষ্ঠীর সংস্কৃতি বিকাশে উৎসবের আয়োজন করেছি। প্রতিটি ঘরে ঘরে বৈসু পালন করা হবে।”
হাজার বছরের নিজস্ব সংস্কৃতি বিকাশ ও হারিয়ে যাওয়া সংস্কৃতি পুনরুদ্ধারে এমন আয়োজন বলে সুশীল বিকাশ ত্রিপুরা জানান।