কক্সবাজারের মাতামুহুরী নদীতে মাছ ধরতে নেমে সকালে ওই দুই তরুণ নিখোঁজ হয় বলে জানায় ফায়ার সার্ভিস।
Published : 24 Apr 2024, 09:21 PM
কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজের ছয় ঘণ্টা পর দুই তরুণের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের আনিছপাড়ায় নদীতে নেমে তারা নিখোঁজ হয় বলে জানান ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না।
নিহতরা হলেন- উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালাগাজি সিকদার পাড়ার ইদ্রিস মিয়ার ছেলে মনছুর আলম (২১) এবং ৭ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া গ্রামের আবদুস সালামের ছেলে মো. মুবিন (১৮)।
ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন বলেন, সকালে মনছুর ও মুবিন নদীতে মাছ ধরতে নামেন। বেশ কিছুক্ষণ তারা পানি থেকে না ওঠায় নদী তীরের বাসিন্দারা তাদের সন্ধান শুরু করেন। খবর পেয়ে পেকুয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে যোগ দেন।
পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এনে বিকাল ৪টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান তিনি।
পেকুয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বাপ্পী বড়ুয়া বলেন, চট্টগ্রাম থেকে ডুবুরি দল এনে স্থানীয়দের সহায়তায় নদীতে তল্লাশি চালিয়ে ওই দুই তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।