টাকার বিরোধে ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই আটক

টাকা পয়সার লেনদেন নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল বলে পুলিশ জানায়।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2022, 04:26 AM
Updated : 5 Nov 2022, 04:26 AM

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।

উপজেলার ইছাপুরা ইনিয়নের উত্তর কুসুমপুর গ্রামে শুক্রবার রাত ১০টায় এ ঘটনার পর বড় ভাইকে আটক করা হয়েছে বলে সিরাজদিখান থানার ওসি এ কে এম মিজানুল হক জানান।

নিহত রাসেল দেওয়ান (৩৫) ওই গ্রামের আজিজ দেওয়ানের ছেলে।

সেখান থেকেই রাসেলের বড় ভাই আব্বাস দেওয়ানকে পুলিশ রাত ১১টায় আটক করে বলে ওসি মিজানুল জানান।

স্থানীয়দের বরাতে মিজানুল বলেন, টাকা পয়সার লেনদেন নিয়ে

আব্বাস ও রাসেলের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। শুক্রবার রাতে এর জেরে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হলে এক পর্যায়ে আব্বাস লাঠি দিয়ে দেওয়ানকে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান।

পরে স্বজনরা রাসেলকে উদ্ধার করে উপজেলার ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।