বিপিএল: সিলেটে টিকেট কাউন্টারে দীর্ঘ লাইন 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বিপিএল সিলেট পর্ব শুরু হচ্ছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2023, 06:26 PM
Updated : 26 Jan 2023, 06:26 PM

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের টিকেট কিনতে উপচে পড়া ভিড় দেখা গেছে।   

বৃহস্পতিবার সকাল থেকে সিলেট জেলা স্টেডিয়াম ও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বুথগুলোতে ক্রিকেট ভক্তদের ভিড় জমে ওঠে। 

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল সিলেট পর্ব শুরু হচ্ছে। 

সরেজমিনে সকাল ১১টার দিকে লাক্কাতুরা এলাকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান গেইটে স্থাপিত টিকিট কাউন্টার ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট কিনতে দেখা গেছে। 

একই চিত্র নগরের রিকাবিবাজার জেলা স্টেডিয়ামেও। 

প্রথমদিন সিলেট স্ট্রাইকার্সের ম্যাচের টিকেটের বেশ চাহিদা দেখা গেছে। 

লাক্কাতুরা এলাকায় টিকেট নিতে আসা যুবক কামরুল হাসান জানান, তিনি সকাল ৮টা থেকে লাইনে রয়েছেন। তার বাসার ছোট ছেলেমেয়েরা খেলা দেখতে চায়, তাই তিনি টিকিট কিনতে এসেছেন। 

প্রথমদিন শুক্রবার হওয়ার কারণে লাইনে বেশি মানুষ দাঁড়িয়েছেন বলে জানান কামরুল। 

নগরের রিকাবিবাজারে জেলা স্টেডিয়ামে টিকেটের জন্য লাইনে থাকা হাবিব আহমদ জানান, তিনি তার কলেজের বন্ধু নিয়ে প্রথমদিনের সিলেট স্ট্রাইকার্সের ম্যাচটি দেখতে চান; তাই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। তিনি ২০০ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করবেন।     

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কর্তৃপক্ষ জানায়, এবার টিকেটের মূল্য ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা, ইস্টার্ন গ্যালারি ৩০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ২০০ টাকা এবং সবুজ পাহাড়ি এলাকা (গ্রিন গ্যালারি) ২০০ টাকা। 

সিলেট পর্বে খেলাগুলোর টিকেট ম্যাচের দিন এবং ম্যাচের আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিক্রি হবে বলে তিনি জানান।