“আমার বিশ্বাস জনগণ ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্র, মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দিবে এবং তাদের শোচনীয় পরাজয় হবে।”
Published : 24 Dec 2023, 03:00 PM
গাজীপুরে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে কাজ করছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তবে নির্বাচন নিয়ে তিনি যেসব কথা বলছেন সেগুলো বিবেচনায় নেন না বলে জানিয়েছেন গাজীপুর-১ আসনে নৌকার প্রার্থী আ ক ম মোজাম্মেল হক।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হক বলেছেন, “তার ওইসব কথা আমি বিবেচনায় নেই না। বিবেচনা করার মতো লোক তিনি এখনো হননি, যখন হবেন তখন বিবেচনা করবো।”
রোববার সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের দলীয় পদধারী লোক নির্বাচনে নৌকার বিপক্ষে যদি কাজ করে সেক্ষেত্রে আপনাদের কি করণীয় এমন প্রশ্নে জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক বলেন, “তাদের বিষয়ে দল সিদ্ধান্ত নিবে, এখানে আমার একক কোনো মত নেই। দল যে সিদ্ধান্ত নিবে আমি সেটার পক্ষে।”
“তবে যারা প্রার্থী হয়েছে তাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই৷ কিন্তু অনেকে যে ভাষায় কুৎসা রটনা করছে তা দুঃখজনক। যারা কথা বলছে যদি জবাব দেওয়ার মতো পর্যায় যায় তখন জবাব দিবো।”
কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর সিটির একাংশ নিয়ে গঠিত গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোজাম্মেল হক আরও বলেন, “আপনারা জানেন একসময় কালিয়াকৈরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিকভাবে অরাজকতা ছিল। আমি চেষ্টা করেছি যেন এখানে শান্ত পরিবেশ থাকে।
“দলবল নির্বিশেষে সবাই স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কালিয়াকৈরে যেন রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড না হয় সেটি খেয়াল রেখেছি। এটা দেশবাসী ও এ অঞ্চলের মানুষ নির্বাচনে মূল্যায়ন করবে।”
তিনি আরও বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী ৭ জানুয়ারি এ এলাকার মানুষ ভোট দিয়ে সকল প্রশ্নের জবাব দিবে। আমার বিশ্বাস জনগণ ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্র, মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দিবে এবং তাদের শোচনীয় পরাজয় হবে। ”
গাজীপুরের বিভিন্ন আসনে নৌকার প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামা আওয়ামী লীগের নেতা ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচার চালাচ্ছেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
নির্বাচনের প্রতীক বরাদ্দের পর ১৮ ডিসেম্বর তিন আসনের স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে গাজীপুর ভাওয়াল রাজবাড়ী মাঠে এক মঞ্চে উপস্থিত হন জাহাঙ্গীর আলম ।
গাজীপুর-১ আসনের (কালিয়াকৈর) স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম রাসেল, গাজীপুর-২ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন ও গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। তারা তিনজনই পেয়েছেন ট্রাক প্রতীক।
এর মধ্যেই শুক্রবার গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলের এক নির্বাচনি সমাবেশে অংশ নিয়ে জাহাঙ্গীর আলম বলেন, “বয়স হয়েছে, এবার তরুণদের সুযোগ দিন।”
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “আপনার বয়স হয়েছে, ১৫ বছর জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন। এবার সরে যাওয়ার সময় হয়েছে।”