সকালে বাড়ির পাশের জমিতে কাজ করতে গিয়ে রোদ ও প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি।
Published : 03 Apr 2024, 10:07 PM
মাদারীপুরের কালকিনিতে ‘হিট স্ট্রোকে’ কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার সকালে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ মামুন জানান।
নিহত শুক্কুর আলী (৫৪) ওই গ্রামের শফি আকনের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের জমিতে কাজ করতে যান শুক্কুর আলী। রোদ ও প্রচণ্ড গরমে জমিতেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
পরে প্রতিবেশীরা উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সটির চিকিৎসক জাহিদ হাসান জানান, অতিরিক্ত গরমে হিট স্ট্রোক করে ওই কৃষক মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আবদুল্লাহ মামুন বলেন, পুলিশ ঘটনাস্থলে যায়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীর ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং মাদারীপুরে সর্বোচ্চ তাপমাত্র ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।