বিভিন্ন এলাকায় পণ্য সরবরাহ করে সন্ধ্যায় ব্যাটারিচালিত ভ্যানে নওগাঁ শহরে কোম্পানির কার্যালয়ে ফিরছিলেন মামুন।
Published : 21 Nov 2023, 09:50 AM
নওগাঁয় সদর উপজেলায় পণ্য বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ায় বাধা দিয়ে প্রাণ হারিয়েছেন এক বিক্রয় প্রতিনিধি।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে বক্তারপুর ইউনিয়নের চাকলা এলাকায় ‘ছিনতাইকারীদের’ ছুরিকাঘাতে জখম হওয়ার পর সাড়ে ৭টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি ফয়সাল বিন আহসান।
নিহত ৪২ বছরের মামুনুর রশিদ ওরফে মামুন নওগাঁ সদর উপজেলার মাতাসাগর ফতেপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে।
তিনি প্রাণ কোম্পানির ডেলিভারি সেলস রিপ্রেজেন্টেটিভ (ডিএসআর) ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি ফয়সাল জানান, সদর ও বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকায় পণ্য সরবরাহ করে সন্ধ্যা ৬টার দিকে ব্যাটারিচালিত ভ্যানে নওগাঁ শহরে কোম্পানির কার্যালয়ে ফিরছিলেন মামুন।
পথে চাকলা এলাকায় পৌঁছালে দু’টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার পথ রোধ করে। তারা মামুনের কাছে থাকা পণ্য বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
“এ সময় মামুন বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যান।”
স্থানীয়রা তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জরুরি বিভাগের চিকিৎসক রাকিব হাসান বলেন, “গুরুতর আহত ওই রোগীকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালে আনা হয়। তার শরীরের দুই হাত, বুক ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
“সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।”
ওসি ফয়সাল আরও জানান, খবর পাওয়ার পর নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি ঊর্ধ্বতন দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, তবে হত্যাকারীদের শনাক্ত করতে গোয়েন্দা পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান ওসি।