পুলিশের ধারণা, ওই বিলে শাপলা তুলতে গিয়ে তারা দুইজন ডুবে যায়।
Published : 04 Nov 2023, 06:15 PM
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি বিলে ডুবে দুই শিশু মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ১টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর (কানিপাড়া) গ্রামের ধারাইচতরা বিলে এ ঘটনা ঘটে বলে সাদুল্লাপুর থানার ওসি মাহাবুব আলম জানান।
নিহতরা হল- ওই গ্রামের বাসিন্দা শহীদ মিয়ার ছেলে রিয়ন মিয়া (৭) ও একই গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে তামিম মিয়া (৬)।
ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, রিয়ন ও তামিম সকালে বাড়ির উঠানে খেলতে খেলতে নিখোঁজ হয়।
পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর দুপুরে দিকে বাড়ির পাশে ধারাইচতরা বিল থেকে তাদের উদ্ধার করে। পরে তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মাহাবুব আলম বলেন, ধারণা করা হচ্ছে ওই বিলে শাপলা তুলতে গিয়ে তারা দুইজন ডুবে যায়।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।