হাতবোমা বিস্ফোরণের সময় সড়কের পাশ দিয়ে যাওয়া রুয়েটের শিক্ষার্থী আহত হন বলে জানায় পুলিশ।
Published : 21 Nov 2023, 10:47 PM
রাজশাহী মহানগরীতে সরকারি গাড়ি লক্ষ্য করে ছুড়া হাতবোমার বিস্ফোরণে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর রেলগেইট এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন বোয়ালিয়া থানার ওসি হোসেন সোহরাওয়ার্দী।
আহত সংগ্রাম কুমার (২৪) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের সেলিম হলে থাকেন।
রেলগেইট এলাকার চা বিক্রেতা সেলিম হোসেন বলেন, “আমি দোকানে চা বানাচ্ছিলাম। রাস্তার পাশে চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাস রাখা ছিল। এর পাশ দিয়ে একটি সরকারি গাড়ি যাচ্ছিল।
“হঠাৎ বিকট শব্দে আশপাশের এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। আতঙ্কে লোকজন নিরাপদে সরে যান।”
ওসি হোসেন সোহরাওয়ার্দী বলেন, “সন্ধ্যায় বাংলাদেশ রেশম বোর্ডের মহাব্যবস্থাপক গাড়ি নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা তিনজন গাড়িটি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যান।
“এ সময় সড়কের পাশ দিয়ে যাওয়া রুয়েটের এক শিক্ষার্থী আহত হন। তার শরীরে স্প্লিন্টারের আঘাত লেগেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।”
কে বা কারা এ হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।