দগ্ধদের মধ্যে জিতু নামে ৪০ বছর বয়সী এক শ্রমিকের শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে।
Published : 08 Feb 2024, 06:11 PM
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় ‘গ্যাস লাইনের পাইপে’ বিস্ফোরণ ঘটেছে। এতে ওই কারখানার অন্তত ১৪ জন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাটখোলা এলাকায় ক্রোনী অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ বিস্ফোরণ ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম জানান।
দগ্ধদের বেলা সাড়ে ৪টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয় বলে হাসপাতালের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান।
এই চিকিৎসক বলেন, দগ্ধ ১৪ জনের মধ্যে জিতু নামে ৪০ বছর বয়সী এক শ্রমিকের শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে। তাকে অবজারভেশনে রাখা হয়েছে। বাকিদের শরীরের কিছু অংশে ‘অল্প পরিমাণে’ দগ্ধ হয়েছে; তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, আপাতত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।