Published : 31 Aug 2023, 04:39 PM
মাদারীপুরের শিবচরে বাড়ির আলমারি থেকে উদ্ধার করা একটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিট। গ্রেনেডটি ৩৩ বছর ধরে আলমারিতে পড়ে ছিল বলে দাবি বাড়ির সদস্যদের।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিট শিবচর থানার সামনের একটি মাঠে গ্রেনেডটির বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানান থানার ওসি আনোয়ার হোসেন।
মাঠের মাটিতে তিন ফুট গর্ত করে বিশেষ কৌশলে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বিকট শব্দে কেঁপে উঠে মাঠ সংলগ্ন এলাকা। বিস্ফোরণের আগেই নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয় আশপাশের মানুষকে।
এর আগে গত ৩ জুলাই রাতে বাড়িওয়ালা ও স্বজনদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর গ্রাম থেকে গ্রেনেডটি উদ্ধার করেছিল পুলিশ।
জানা যায়, রাজারচর গ্রামের ইজিবাইক চালক জয়নাল আবেদিনের কিশোর ছেলে তার মামাবাড়িতে বেড়াতে গিয়ে একটি সিনেমার দৃশ্যে গ্রেনেড দেখতে পায়। এ সময় ওই কিশোর তার মামা বাবু মোল্লাকে তাদের বাড়িতেও এ ধরনের একটি বস্তু আছে বলে জানায়।
সঙ্গে সঙ্গে বাবু মোল্লা স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি শিবচর থানার ওসিকে জানান। রাতেই এসআই মিলন কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল জয়নাল আবেদিনের বাড়িতে যায়।
এ সময় পুলিশ তাদের ঘরের কাঠের আলমারি থেকে পুরাতন জং পড়া তবে পিনযুক্ত গ্রেনেডটি উদ্ধার করে।
এই বিষয়ে জয়নাল আবেদিন বলেন, “এই বোমাটি যে এত শক্তিশালী ছিল সেটি আমরা কোনোদিন বুঝতেই পারিনি। ৩৩ বছর আগে আমাদের পুকুর খননের সময় গ্রেনেডটি পাওয়া গিয়েছিল।
“পরিবারের সদস্যরা নষ্ট গ্রেনেড মনে করে খেলনা হিসেবে ঘরের আলমারিতে এমনিতেই রেখে দিয়েছিল। নষ্ট ভেবে বোমাটি ঘরের রাখায় আমরা খুব বেশি গুরুত্বও দেইনি কখনো। কিন্তু এটা তো আমাদের অনেক বড় ভুল ছিল।”
উদ্ধারের পর থেকে গ্রেনেডটি শিবচর থানাতেই সংরক্ষিত ছিল বলে জানান ওসি আনোয়ার।