চিঠিতে বলা হয়, পদায়নকৃত সিনিয়র নার্স লাল সমকিম বম অদ্যাবধি যোগদান বা পদায়ন করেননি।
Published : 26 Apr 2024, 11:50 PM
তাৎক্ষণিকভাবে বদলি করা কেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী জ্যেষ্ঠ নার্স লাল সমকিম বম নির্দিষ্ট সময়ের মধ্যে লালমনিরহাট সদর হাসপাতালে যোগ দেননি।
শুক্রবার লালমনিরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রমজান আলী বলেন, “রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাল সমকিম বম নামে একজন সিনিয়র নার্সকে বদলি করে লালমনিরহাট সদর হাসপাতালে পদায়নের আদেশ দেয় অধিদপ্তর। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি যোগদান না করায় অধিদপ্তরকে পত্র দিয়ে অবগত করা হয়েছে।”
৯ এপ্রিলের মধ্যে লাল সমকিম বমের হাসপাতালে যোগদানের কথা ছিল জানিয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো চিঠিতে বলা হয়েছে, “পদায়নকৃত সিনিয়র নার্স লাল সমকিম বম অদ্যাবধি যোগদান বা পদায়ন করেননি।”
এ ব্যাপারে চেষ্টা করেও জ্যেষ্ঠ নার্স লাল সমকিম বমের বক্তব্য পাওয়া যায়নি।
কী ঘটেছিল
২ এপ্রিল রাতে এবং ৩ এপ্রিল দুপুরে বান্দরবানের রুমা এবং থানচি উপজেলার কৃষি ও সোনালী ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় সশস্ত্র লোকজন। তারা টাকা লুট করে, কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে, একজন ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ করে নিয়ে যায়। লুট করে বেশ কিছু অস্ত্র ও গুলি।
রুমায় সোনালী ব্যাংকে হামলা-ডাকাতি এবং ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে অপহরণের ঘটনাটি ২ এপ্রিল রাতের প্রথম ভাগে ঘটলেও; থানচিতে কৃষি ও সোনালী ব্যাংকে হামলা হয়েছে ভরদুপুরে।
নাথান বমের স্ত্রীকে রুমা থেকে লালমনিরহাটে বদলি
দুটি ঘটনাতেই পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ এর নাম এসেছে; যারা পাহাড়ে ‘বম পার্টি’ নামে পরিচিত।
এ নিয়ে দুই উপজেলার মানুষের ভয় আর আতঙ্কের মধ্যে ৪ এপ্রিল রাতে ব্যাপস্থাপক নেজাম উদ্দিনকে উদ্ধার করে র্যাব।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ১৬ ঘণ্টার ব্যবধানে তিনটি ব্যাংকে ডাকাতি, অর্থ লুটের ঘটনায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ জড়িত বলে জানানো হয়। এরপর থেকে রুমা ও থানচি এলাকায় কেএনএফ সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর মধ্যেই ৮ এপ্রিল ঢাকার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে নাথান বমের স্ত্রী এবং নার্স দিপালী বাড়ৈকে তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়।