জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশ

মেধাতালিকায় মোট এক লাখ ২২ হাজার ৬৭০ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2022, 08:17 AM
Updated : 30 August 2022, 08:17 AM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির ক্ষেত্রে প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়েছে, সোমবার বিকাল ৪টায় এই তালিকা প্রকাশ করা হয়।

ফলাফল SMS (nu<space>athn<space>roll no ) টাইপ করে ১৬২২২ নম্বরে send করে পাওয়া যাবে। এ ছাড়া ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রথম রিলিজ স্লিপে মোট এক লাখ ২২ হাজার ৬৭০ জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পেয়েছেন। শিক্ষার্থীদের ৬ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে।

রেজিস্ট্রেশন ফিসহ চূড়ান্ত ভর্তি ফরম ৭ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।