তিন সন্তান জন্ম দেওয়ার খবরে হাসপাতালে ভিড় করেন প্রসূতির স্বজনরা।
Published : 01 Apr 2024, 02:04 AM
শরীয়তপুরে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক প্রবাসীর স্ত্রী।
গত মঙ্গলবার দিবাগত রাতে শহরের নুর জেনারেল হাসপাতালে ওই প্রসূতি দুটি মেয়ে ও একটি ছেলে সন্তানের জন্ম দেন বলে হাসপাতালটির গাইনি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দা শাহিনুর নাজিয়া জানান।
প্রসূতি লাভনী আক্তার (২২) শরীয়তপুরের জাজিরা উপজেলার চর রাড়িপাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী আক্তার হোসেনের স্ত্রী।
একজন প্রসূতি একসঙ্গে ৬-৭টি বাচ্চা জন্ম দেওয়ার দৃষ্টান্তও বিশ্বে আছে দাবি করে ডা. শাহিনুর নাজিয়া বলেন, “মা ও বাচ্চারা সুস্থ আছে।”
এ দিকে তিন সন্তান জন্ম দেওয়ার খবরে হাসপাতালে ভিড় করছেন প্রসূতির স্বজনরা।
দেড় বছর আগে মালয়েশিয়া প্রবাসী আক্তার হোসেনের সঙ্গে লাভনী আক্তারের বিয়ে হয় বলে স্বজনরা জানান।
লাভনী আক্তার জানান, গর্ভকাল ৮ মাস পূর্ণ হলে গত মঙ্গলবার তিনি নিয়মিত চেকআপের জন্য ওই হাসপাতালে যান। হাসপাতালের চিকিৎসক তাকে দ্রুত সময়ের মধ্যে অস্ত্রোপচার করতে বলেন।
তিনি আরও জানান, নিয়মিত চেকআপে তিনি দুটি সন্তান হওয়ার কথা জানতেন। কিন্তু অস্ত্রোপচারে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন।
লাভনী আক্তার তার সন্তানদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
লাভনীর শ্বশুর খলিল খান বলেন, “আলহামদুলিল্লাহ, একসঙ্গে তিনজনের দাদা হয়েছি। ছেলের বউ ও নাতি-নাতনিরা সুস্থ আছে। শিগগিরই মিলাদ মাহফিলের মাধ্যমে নাতি-নাতনিদের নাম রাখা হবে।”
এদিকে, হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান বলেন, “আমাদের হাসপাতালে দ্বিতীয়বারের মত একসঙ্গে তিন সন্তানের জন্ম দানের ঘটনা ঘটেছে।”
সফলভাবে অস্ত্রোপচার হয়েছে বলে দাবি করেন তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]