৫ বছর আগে আত্মসমর্পণ করা চরমপন্থিকে গুলি করে হত্যা

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, চায়ের দোকানে বসে থাকা অবস্থায় একটি মোটরসাইকেলে দুজন ব্যক্তি পেছন থেকে এসে গুলি করে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2024, 05:27 AM
Updated : 18 March 2024, 05:27 AM

পাবনায় পাঁচ বছর আগে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা এক চরমপন্থি গুলিতে খুন হয়েছেন।

রোববার রাত পৌনে ১১টার দিকে জেলার গয়েশপুর ইউনিয়নের মানিকনগর বাজারে এ ঘটনা ঘটে বলে পাবনা সদর থানার ওসি মো. রওশন আলী জানান।

নিহত আব্দুর রাজ্জাক (৫৫) ওই ইউনিয়নের হরিনয়নপুর গ্রামের মৃত আজমল হোসেন আজলের ছেলে। 

ওসি রওশন আলী বলেন, ২০১৯ সালের এপ্রিলে কয়েকটি জেলার ৫ শতাধিক চরমপন্থি পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। তাদের মধ্যে রাজ্জাকও ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, চরমপন্থা ছেড়ে রাজ্জাক গরু ব্যবসায়ী হিসেবে জীবিকা নির্বাহ করছিলেন। এলাকার কারো সঙ্গে তার তেমন কোনো বিরোধ ছিল না।

ঘটনাস্থলে থাকা কয়েকজনের বরাত দিয়ে ওসি জানান, রাত পৌনে ১১টার দিকে গয়েশপুরের মানিকনগর বাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন রাজ্জাক। তখন একটি মোটরসাইকেলে দুজন ব্যক্তি পেছন থেকে এসে তাকে গুলি করে চলে যান।

এতে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি রওশন আলী আরও বলেন, “লাশ হাসপাতালে রয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।”