নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দল কর্মীকে কুপিয়ে জখম

সন্ধ্যায় একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী ২০-২৫টি মোটরসাইকেলে ধারালো অস্ত্রসহ এ হামলা চালায় বলে অভিযোগ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2023, 06:20 PM
Updated : 31 May 2023, 06:20 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে একদল যুবক।   

বুধবার সন্ধ্যায় উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাও এলাকায় এ ঘটনা ঘটে বলে সংগঠনটির নেতারা জানান। 

আহত আরিফ মিয়া (৩৫) পাড়াগাও এলাকার বাসিন্দা৷ তিনি রূপগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

তবে এ ঘটনার কোনো সংবাদ পাননি বলে জানান রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান৷ 

তিনি বলেন, পুলিশ এমন কোনো সংবাদ পায়নি৷ এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে৷ কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷ 

রূপগঞ্জের ভুলতার বাসিন্দা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম বলেন, বিকালে পাড়াগাও এলাকায় যুবদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়৷ 

সন্ধ্যা ৬টার দিকে সভা শেষে নেতা-কর্মীরা চলে যাওয়ার কিছুক্ষণ পর একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী ২০-২৫টি মোটরসাইকেলে ধারালো অস্ত্রসহ হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন৷ 

তিনি বলেন, সভাস্থলের পাশে থাকা স্বেচ্ছাসেবক দলের কর্মী আরিফ মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে হামলাকারীরা৷ এ সময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলিও চালান। 

শফিকুল আরও বলেন, সন্ধ্যার কিছুক্ষণ আগে প্রোগ্রাম শেষ করে তারা সেখান থেকে চলে যান৷ কিন্তু আরিফের বাড়ি ওদিকে হওয়ায় সেখানে তাকে পেয়ে মারধর করে হামলাকারীরা৷ মারধরের পর তারা অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর করে আগুন দিয়ে দেয়৷ 

আহত আরিফ মিয়া হাত ও মাথায় জখম নিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান রফিকুল ইসলাম৷