চোখের দেখা অভিজ্ঞতা থেকেই অপারেশন থিয়েটারের ইনচার্জ হয়েছেন তিনি।
Published : 30 Jan 2024, 09:45 AM
কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালের অপারেশন ইনচার্জের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস জেনে ক্লিনিকটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অস্ত্রোপচার চলার সময় সোমবার জেলা স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালায় সেখানে।
কর্মকর্তারা ওটি ইনচার্জের কাছে জানতে চান, তিনি কোন প্রতিষ্ঠান থেকে এ বিষয়ে ডিপ্লোমা করেছেন। তিনি জবাবে বলেন, এইচএসসি পাশ করার পর অন্য কোনো বিষয়ে পড়াশোনা করেননি। চোখের দেখা অভিজ্ঞতা থেকেই অপারেশন থিয়েটারের ইনচার্জ হয়েছেন।
নগরীর মনোহপুর এলাকার কুমিল্লা আদর্শ হাসপাতালে এ ঘটনা ঘটে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মেহেদী হাসান ও আবদুল কাইয়ুম।
আছাদুল ইসলাম বলেন, “আদর্শ হাসপাতালের অপারেশন থিয়েটারে অযোগ্য ব্যক্তি দিয়ে দায়িত্ব পালন করাচ্ছিলেন। সেখানে এক্স-রে কক্ষে রশ্মি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না। এক্স-রে বৈদ্যুতিক লাইন খোলা অবস্থায় পড়েছিল। ল্যাবও অনেক ছোট। তাই এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
হাসপাতালের সিটি স্ক্যানের অনুমতি ছিল না জানিয়ে সেই সেন্টারটি ও এক্স-রে কক্ষ সিলগালা করা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “আদর্শ হাসপাতালের ওটি ইনচার্জের কোনো সনদ নেই। তাকে আমরা দায়িত্ব থেকে দূরে রাখার নির্দেশ দিয়েছি।”
এ ব্যাপারে চেষ্টা করেও কুমিল্লা আদর্শ হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ছাড়া স্বাস্থ্য পরীক্ষায় অতিরিক্ত টাকা রাখার অভিযোগে জেলা সদর হাসপাতালের পাশের ক্লাসিক কনসালটেশন অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা।
ক্লাসিক কনসালটেশন দীর্ঘদিন ধরেই মূল্য তালিকায় প্রদর্শিত দামের চেয়ে বেশি দাম রেখে তা থেকে ছাড় দিয়ে পরীক্ষা করা হচ্ছিল। এতে ভোক্তা প্রতারিত হত বলেও জানান আছাদুল।
হাসপাতালের ফার্মেসিতেও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার পর জরিমানা করা হয় আরও ১০ হাজার টাকা।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]