Published : 20 Nov 2022, 10:43 AM
ঢাকার সাভারে ডিজিটাল ভূমি জরিপের সেটেলমেন্ট অফিসে আগুন লেগে গুরুত্বপূর্ণ নথি পুড়েছে। দগ্ধ হয়েছেন এক নিরাপত্তা কর্মী।
হেমায়েতপুর আলমনগর সুগন্ধা হাউজিং এলাকায় সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসের তৃতীয় তলায় শনিবার রাত পৌনে ৯টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস সোয়া এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে।
দগ্ধ নিরাপত্তা কর্মীর নাম আনোয়ার হোসেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
সাভার চামড়া শিল্প নগরী ফায়ার সার্ভিসের সাব-অফিসার শরিফুল ইসলাম বলেন, রাতে উপজেলা সেটেলমেন্ট অফিসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌছাই। তিনতলা সেটেলমেন্ট অফিসের তৃতীয় তলায় আগুন লাগে। সেখানে অফিসের গুরুত্বপূর্ণ নথি রাখা ছিলো। সেগুলো পুড়ে গেছে।
আগুনে রেকর্ড রুমের কোনো ক্ষতি হয়নি বলে জানালেও অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানতে পারেননি তিনি।
শরিফুল বলেন, অগ্নিকাণ্ডের সময় নিরাপত্তা কর্মী আনোয়ার হোসেন অফিসের ভেতরে ছিলেন। তিনি সামান্য দগ্ধ হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসার শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।