দিনাজপুরে ৪১ ডিগ্রি তাপমাত্রায় কাহিল জনজীবন

প্রচণ্ড তাপদাহে দুপুরের পর শহর প্রায় জনশূন্য হয়ে পড়ে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2023, 01:50 PM
Updated : 1 June 2023, 01:50 PM

দিনাজপুরে বৃহস্পতিবার দুপুর ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ করে তাপমাত্রার পারদ ওঠে যাওয়ায় জনজীবন কাহিল হয়ে পড়েছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, এটি চলতি গ্রীষ্ম মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা।

গত সোমবার ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ছিল ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং গত বুধবার ছিল ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে প্রচণ্ড তাপদাহে দুপুরের পর শহর প্রায় জনশূন্য হয়ে পড়ে।

মোটরসাইকেল-অটোরিকশা-ভ্যানসহ যানবাহন চলাচল করছে খুবই কম। শ্রমজীবী মানুষ কাজ করতে হিমশিম খাচ্ছেন। নেহাত প্রয়োজন ছাড়া দুপুরে মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না। প্রচণ্ড রোদ থেকে রক্ষা পেতে ছাতা ব্যবহার করছেন পথচারীরা।

একটু ছায়া খুঁজতে মানুষজন বিভিন্ন গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছেন। এই গরমে কেউ কেউ আখের রস পান করে তৃষ্টা মেটানোর চেষ্টা করতে দেখা গেছে।