বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা: বি ইউনিটে প্রথম কুড়িগ্রামের সিসরাত

সিসরাত জাহান ৯৩.২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন; তিনি কুড়িগ্রামের সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2023, 05:22 PM
Updated : 23 May 2023, 05:22 PM

গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটে (মানবিক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

এতে ৯৩.২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন কুড়িগ্রামের সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করা সিসরাত জাহান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে জিএসটির [জেনারেল, সাইন্স অ্যান্ড টেকনোলজি] ওয়েবাসইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন শাবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম।

তিনি বলেন, গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় পাসের হার ৫৬ দশমিক ৩২ শতাংশ। এতে উত্তীর্ণ হয়েছেন ৫৩ হাজার ২৯৬ শিক্ষার্থী।

পরীক্ষায় সর্বনিম্ন নম্বর উঠেছে মাইনাস ১১ দশমিক ২৫।

গত শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। মানবিক শাখা–ইউনিট ‘বি’ থেকে ৯৬ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এই ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৯৪ হাজার ৬৪১ শিক্ষার্থী।

'বি' ইউনিটের পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেখা যায়, পরীক্ষায় ৯০ থেকে ৯৪ মধ্যে নম্বর পেয়ে উত্তীর্ণের সংখ্যা ২, ৮০ থেকে ৮৪ পেয়ে উত্তীর্ণ ১০৩ জন, ৭৫ থেকে ৭৯ পেয়ে ৩৪৫ জন, ৭০ থেকে ৭৪ এর মধ্যে ৯৯১ জন, ৬৫ থেকে ৬৯ এর মধ্যে ২ হাজার ৩৩৩, ৬০ থেকে ৬৪ এর মধ্যে  ৪ হাজার ৮৪১, ৫৫ থেকে ৫৯ এর মধ্যে ৮হাজার ৯৮৫, ৫০ থেকে ৫৪ পেয়ে উত্তীর্ণ  ১৪ হাজার ৯৭০ জন, ৪৫ থেকে ৪৯ পেয়ে উত্তীর্ণ ২২ হাজার ৫৮৩ জন, ৪০ থেকে ৪৪ এর মধ্যে ৩১ হাজার ৭৩৬ জন, ৩৫ থেকে ৩৯ এর মধ্যে পেয়ে উত্তীর্ণ ৪২ হাজার ৪৫ জন, ৩০ থেকে ৩৪ নম্বর পেয়ে উত্তীর্ণ ৫৩ হাজার ২৯৬ জন শিক্ষার্থী।

এ ছাড়া ৩০এর নিচে নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি ৪১হাজার ৩৩৮ জন শিক্ষার্থী।

আগামী ২৭ মে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় (বাণিজ্য) ৩৯ হাজার ৮৬৫ জন এবং ৩ জুনের ‘এ’ ইউনিটে পরীক্ষায় (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।