পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কীটনাশক পানে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক আবু সাঈদ চৌধুরী জানান।
নিহত মুস্তাকিম (২) তেঁতুলিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোয়েব আলীর ছেলে।
তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু হানিফ বলেন, রাতে শিশুটির মা নামাজ আদায় করছিলেন। এ সময় কোনো এক ফাঁকে শিশুটি ঘরে থাকা চা বাগানের ঘাস মারার কীটনাশক পান করে ফেলে।
মা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে পঞ্চগড় সদর হাসপাতালে এবং সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতেই চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
পরিদর্শক আবু সাঈদ চৌধুরী বলেন, হয়তো শিশুটি জুস ভেবে কীটনাশক পান করে ফেলেছিল। ঘটনাটি এলাকার লোকজন জানেন। এজন্য ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।