ঈদ উপলক্ষে তারা বাবা-মায়ের সঙ্গে জামালপুরের ইসলামপুরের নানাবাড়ি বেড়াতে এসেছিল।
Published : 13 Apr 2024, 07:06 PM
জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনার শাখা নদীতে মাছ ধরতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার সাপধরী ইউনিয়নের দুর্গম চরশিশুয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার জানান।
নিহতরা হলো- উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা এলাকার আজাহার মিয়ার ছেলে মিনহাজ উদ্দিন (১০) ও মিনাল মিয়া (৮)। ঈদ উপলক্ষে তারা বাবা-মায়ের সঙ্গে নানা দুদু সরকারের বাড়িতে বেড়াতে এসেছিল।
সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ আলম মণ্ডল বলেন, দুপুরে দুই ভাই নানির সঙ্গে বাড়ির পাশে যমুনার শাখা নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে নদীতে ডুবে নিখোঁজ হয় তারা। অনেক খোঁজাখুজির এক-দেড় ঘণ্টা পর তাদের মরদেহ নদীতে ভেসে উঠে।
ইউপি চেয়ারম্যান বলেন, দুদু সরকার খুবই দরিদ্র। নদীতে মাছ ধরেই জীবিকা নির্বাহ করে থাকেন।