“আজমত উল্লা ভালো মানুষ, নৌকা মার্কার জয় মানে শেখ হাসিনার জয়, বাংলাদেশের জয়।“
Published : 21 May 2023, 07:16 PM
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের শেষ মুহূর্তে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারে নেমেছেন একঝাঁক চলচ্চিত্র তারকা। তারা ভোটাদের কেন্দ্রে যাওয়া ও নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন।
রোববার বিকেলে নৌকার কাণ্ডারি আজমত উল্লার পক্ষে প্রচারে অংশ নেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, চালচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক নায়িকা নিপুন, নায়িকা মাহিয়া মাহি ও জেসমিন এবং কৌতুক অভিনেতা রতন খান।
তারকারা টঙ্গী এলাকা থেকে তাদের প্রচার শুরু করেন। পরে তারা ধীরাশ্রম, জয়দেবপুর, রথখোলা, কৃষি গবেষণা, চান্দনা চৌরাস্তা, বাইপাস এবং কোনাবাড়ি এলাকায় খোলা গাড়িতে করে প্রচারে অংশ নেন।
গণসংযোগকালে চিত্রনায়ক ফেরদৌস বলেন, “আজমত উল্লা খান একজন ভালো মানুষ। নৌকা মার্কার জয় মানে শেখ হাসিনার জয়, বাংলাদেশের জয়। আপনারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২৫ তারিখ নৌকা মার্কায় ভোট দিন।”
চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক নায়িকা নিপুণ বলেন, “২৫ মে আপনারা নৌকা মার্কায় ভোট দিন, আজমত উল্লা খান বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে পারবেন। তিনি আপনাদের উন্নয়নের কাজ এগিয়ে নিতে পারেন। এ ম্যাসেজটা দিতেই আমরা গাজীপুরে এসেছি।“
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গাজীপুর সিটিতে আগামী ২৫ মে ইভিএমে ভোটগ্রহণ হবে। ২৩ মে মধ্যরাতে শেষ হচ্ছে ভোটের প্রচার।