সনদ হালনাগাদ না করা পর্যন্ত একটি ডায়াগনস্টিক সেন্টার সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
Published : 23 Jan 2024, 05:05 PM
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় অভিযান চালিয়ে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলার সিভিল সার্জন মুহাম্মদ জিল্লুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন
গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা রহমান তাপাদার।
তিনি বলেন, সনদ হালনাগাদ না থাকায় টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টারকে ২০ হাজার, এক্সরে কক্ষে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় মধুমতি ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার এবং রোগীদের পরীক্ষা-নিরীক্ষার রেজিস্ট্রার না থাকায় মদিনা ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া সনদ হালনাগাদ না করা পর্যন্ত টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টার সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে বলে এ সিভিল সার্জন জানান।
এ সময় র্যাব-৬ এর ফ্লাইট লেফটেন্যান্ট রাসেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি এস এম সাকিবুর রহমান উপস্থিত ছিলেন।