আগুনে আক্রান্ত হয়ে রকি প্রথমে তার মামাকে ফোন করে নিজের মুমূর্ষু অবস্থার কথা জানান।
Published : 01 Mar 2024, 10:19 PM
ঢাকার বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের একজন কাচ্চি ভাইয়ের ক্যাশিয়ার কামরুল হাবিব রকি। তিনি অতিরিক্ত ধোঁয়ায় অক্সিজেনশূন্যতায় প্রাণ হারিয়েছেন।
শুক্রবার দুপুরে নিহতের লাশ যশোরে গ্রামের বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
জুমার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত কামরুল হাবিব রকি যশোর সদর উপজেলার ধোপাখোলা গ্রামের কবির হোসেনের ছেলে।
তিনি বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের খাবারের দোকানের ক্যাশিয়ার ছিলেন বলে তার মা রিপা বেগম জানান।
নিহতের স্বজনরা জানান, আগুনে আক্রান্ত হয়ে রকি প্রথমে তার মামাকে ফোন করে নিজের মুমূর্ষু অবস্থার কথা জানান।
এরপর শেষ কথা হয় তার মায়ের সঙ্গে। তখন ফোনেই রকি বলছিলেন- ‘আম্মা আমি মনে হয় আর বাঁচব না।’
মা রিপা বেগম বলেন- “তখন ফোনেই আমার ছেলেকে কলমা পড়তে বলি; আমিও কলমা পড়ছি। আমার ছেলে আমার সঙ্গে সঙ্গে কলমা, দোয়া-দরুদ পড়ছিল। এক পর্যায়ে ফোনের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর আর ফোনে ছেলেকে পাওয়া যায়নি। পরে খবর পেলাম সে মারা গেছে।”
স্বজনরা জানান, নিহত কামরুল হাবিব রকি পরিবারের তিন ছেলের মধ্যে বড় ছেলে।
দুই মাস আগে ঢাকার বেইলি রোডে ‘কাচ্চি ভাই’ নামে খাবারের দোকানে ক্যাশিয়ারের চাকরি নেন রকি।