হবিগঞ্জে ২ বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের

মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল দুটি দুমড়ে-মুচড়ে গেছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2023, 11:55 AM
Updated : 6 March 2023, 11:55 AM

হবিগঞ্জের লাখাই উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন; এতে মোটরসাইকেল দুটি দুমড়ে-মুচড়ে গেছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে ভাদিকারা গ্রামে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া।

নিহতরা হলেন- ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নজরুল ইসলাম তুফান (২৪) এবং একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে স্বাধীন মিয়া (২৫)।

ওসি মোহাম্মদ নুনু মিয়া বলেন, “ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান কার্নিভালে কাজ শেষে মোটরসাইকেলে করে রাতে বাড়ি ফিরছিলেন নজরুল ইসলাম তুফান।

“পথে ভাদিকারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নজরুল মারা যান।”

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা অপর মোটরসাইকেলের চালক স্বাধীন মিয়াকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনিও মারা যান বলে জানান ওসি।