উচ্চ মাধ্যমিক: বরিশালে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

বরিশাল বোর্ডে শীর্ষস্থান ধরে রেখেছে বরিশাল ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2023, 08:19 AM
Updated : 8 Feb 2023, 08:19 AM

বরিশাল শিক্ষা বোর্ডে গত বছরের চেয়ে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

বুধবার দুপুরে ঘোষিত ফলাফলে বোর্ডে এ বছরের পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ; যা গত বছর ছিলো ৯৫ দশমিক ৭৬ শতাংশ।

এ বছর জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ৩৮৬ জন শিক্ষার্থী। গত বছর পেয়েছিল ৯ হাজার ৯৭১ জন শিক্ষার্থী। 

বেলা ১২টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অরুণ কুমার বলেন, গত বছরের চেয়ে এবার পাসের হার ৮ দশমিক ৮১ ভাগ কম। তবে এবার পাসের হার কম হলেও ফলাফলে খুশি তারা। কারণ গত বছর তিন বিষয়ে পরীক্ষা হয়েছিলো। এ বছর আইসিটি বিষয় বাদে সকল বিষয়ের পরীক্ষা হয়েছে।

“আপতত দৃষ্টিতে পাসের হার কম মনে হলেও সার্বিক দিক দিয়ে ঠিক আছে।”

তিনি জানান, এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার বেশি। এ বিভাগে পাসের হার ৮৯ দশমিক ৯৭ শতাংশ।

ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৭ দশমিক শূন্য ৭ শতাংশ এবং মানবিক বিভাগে ৮৬ দশমিক শূন্য ১ শতাংশ।

এ বছর জিপিএ ৫ কমেছে ২ হাজার ৫৮৫টি। ঘোষিত ফলাফলে এবার সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ৩ হাজার ৩৮৯ জন জিপিএ-৫ পেয়েছে।

বিজ্ঞান বিভাগ থেকে ৩ হাজার ২৬৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৩৩ জন জিপিএ-৫ পেয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, বরিশাল বোর্ডে কেউ পাস করেনি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। শতভাগ পাস করেছে ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ বছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় বরিশাল বোর্ড থেকে অংশ নেয় ৬১ হাজার ৮৮৫ জন শিক্ষার্থী। মোট ১২৫টি কেন্দ্রে তাদের পরীক্ষা নেওয়া হয়েছে।

বরিশাল বোর্ডে শীর্ষস্থান ধরে রেখেছে বরিশাল ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা। বুধবার ঘোষিত ফলাফলে শতভাগ শিক্ষার্থী পাস করেছে বলে বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ লেফটেন্ট্যান্ট কর্নেল রাইহান আহম্মেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর এইচএসসি পরীক্ষায় ৫৪ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই জিপিএ ৫ পেয়েছে।