একদিন আগে ওই শিক্ষার্থী ড্যাফোডিল ইউনিভার্সিটির কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা করতে তাদের হোস্টেলে যান বলে জানায় পুলিশ।
Published : 16 Feb 2024, 05:37 PM
ঢাকার সাভারে বন্ধুদের হোস্টেলে বেড়াতে গিয়ে বহুতল ভবনের ‘ছাদ থেকে পড়ে’ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার শেষরাতে উপজেলার খাগান দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার এসআই দিদার হোসেন জানান।
ওই বহুতল ভবনে ড্যাফোডিল ইউনিভার্সিটির আবাসিক শিক্ষার্থীরা থাকেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত আবির মাশরুর ডায়মন্ড (২৫) বগুড়ার শাহজাহানপুর উপজেলার লতিফপুর কলোনি এলাকার মিজানুর রহমানের ছেলে। তিনি রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএতে পড়াশোনা করতেন।
অন্য শিক্ষার্থীদের বরাতে এসআই দিদার হোসেন বলেন, আবির বসুন্ধরা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার ড্যাফোডিল ইউনিভার্সিটির কয়েকজন বন্ধুর হোস্টেলে যান আবির। শুক্রবার শেষরাত ৪টার দিকে তিনি ভবনের পাঁচতলা ছাদ থেকে নিচে পড়ে যান।
বন্ধুরা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
কেন, কী কারণে তিনি রাতে ছাদে গিয়েছেন এবং কীভাবে ছাদ থেকে পড়ে গেলেন তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন এসআই দিদার।
দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ড্যাফোডিল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল বলেন, “যে শিক্ষার্থী মারা গেছেন, তিনি আমাদের ছাত্র নয়। আর ঘটনাটিও বিশ্ববিদ্যালয়ের বাহিরের। সেখানে ছাত্ররা বাসা ভাড়া নিয়ে থাকেন।
“বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঘটনাটি ঘটলে আমরা জবাবদিহিতার আওতায় আসতাম। তবুও ছুটির পর ক্যাম্পাস খুললে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তদন্ত করে দেখা হবে।”