বিএনপি নির্বাচন বর্জন করলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ হয়ে যায়- এমন ধারণা মুছে ফেলতে চান বলে মন্তব্য করেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য।
Published : 03 May 2023, 05:40 PM
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী নিয়ে বিএনপি কূটকৌশল প্রয়োগ করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
তিনি বলেন, “আমরা জানি না বিএনপি প্রার্থী দিবে কি দিবে না। তারা অতীতের মতো এবারও কুটকৌশল প্রয়োগ করতে পারে। সেটির বিষয়ে সতর্ক থেকে আমরা নির্বাচনে জয়ী হতে চাই।”
মঙ্গলবার রাতে নগরীর রানীবাজারে লিটনের রাজনৈতিক কার্যালয়ে রাজশাহী ১৪ দলের সমন্বয় সভায় এ কথা বলেন খায়রুজ্জামান লিটন।
সভা থেকে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে সমর্থন দিয়ে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানিয়েছেন ১৪ দলের নেতৃবৃন্দ।
সভায় রাজশাহী ১৪ দলের সমন্বয়ক খায়রুজ্জামান লিটন বলেন, “আমরা ১৪ দল জোটগতভাবে আন্দোলন করেছি। সরকার গঠন করে এখন পর্যন্ত জোটগতভাবেই আছি। রাজশাহী সিটি করপোরেশেন নির্বাচন দলগতভাবেই আমরা মোকাবেলা করতে চাই।
তিনি আরও বলেন, “যারা প্রার্থী হবেন, তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচনে জয়লাভ করতে চাই। শুধু সিটি কর্পোরেশন নির্বাচন নয়, এরপরে জাতীয় সংসদ নির্বাচনও আমরা জোটগতভাবেই কাজ করবো ইনশাল্লাহ।”
এ সময় রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, “আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে আমরা কাজ করবো। কেন্দ্রীয়ভাবে ১৪ দলের সিদ্ধান্ত হলো আওয়ামী লীগ ও ১৪ দল যে সমস্ত প্রার্থী ঠিক করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে সমর্থন করবো।”
তিনি বলেন, “নির্বাচন জনগণের অংশগ্রহণমূলক ও অর্থবহ করার জন্য এটি আমাদের রাজনৈতিক লড়াই। আমরা লড়াই করে মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীকে বিজয়ী করব।”
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বাদশা আরও বলেন, “বিএনপি নির্বাচন বর্জন করলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ হয়ে যায়- এমন ধারণা আমরা মুছে ফেলতে চাই।”
সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মহানগর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, মহানগর ন্যাপের সভাপতি সাইদুল ইসলাম, সাম্যবাদী দলের সম্পাদক এস এম ওমর ফারুক।
এ ছাড়া সভায় খায়রুজ্জামান লিটনের নির্বাচন পরিচালনা কমিটি ও উপ-কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ৩ এপ্রিল পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আগামী ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে, বাছাই ২৫ মে; ১ জুনের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২১ জুন ভোট গ্রহণ হবে।
স্বাধীনতাত্তোর বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামারুজ্জামানের ছেলে খায়রুজ্জামান লিটন ২০০৮ সালে প্রথমবার রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। ২০১৩ সালের নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের কাছে পরাজিত হন। ২০১৮ সালের নির্বাচনে দ্বিতীয়বার মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগের এই নেতা।
লিটন দীর্ঘদিন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ১৯ নভেম্বর তিনি আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য হন। গত বছরের ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিলে পুনরায় সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন।
আরও পড়ুন
নির্বাচন নিয়ে বিএনপির ‘নাটক’ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি: লিটন
রাজশাহীতে লিটনকে মোকাবিলায় এবার বুলবুলও নেই
জনমত যাচাই করতে বিএনপিকেও নির্বাচনে আসার আহ্বান লিটনের
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মেয়র লিটন বললেন, ‘নির্বাচন করছি’