ইটের আঘাতে মা নিহত, মেয়ে গ্রেপ্তার

মামলার অভিযোগ, পারিবারিক কারণে মা-মেয়ের ঝগড়া বাধে; এক পর্যায়ে মেয়ের ইটের আঘাতে মা মারা যান।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2022, 01:40 PM
Updated : 25 Dec 2022, 01:40 PM

যশোর সদরে ইট দিয়ে আঘাত করে মাকে হত্যার অভিযোগে মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালী ফাঁড়ি পুলিশের এসআই সেলিম হোসেন জানান, এই ইউনিয়নের দোগাছিয়া গ্রামে শনিবার দুপুরে হত্যার ঘটনা ঘটে; রাতে এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী থানায় মামলা করেন। 

রোববার সকালে তাদের মেয়ে রুমা খাতুনকে পুলিশ গ্রেপ্তার করেছে। 

নিহত আকলিমা বেগম দোগাছিয়া গ্রামের বাসিন্দা সাবেক সেনাসদস্য শাহাজান আলীর স্ত্রী। 

এসআই সেলিম হোসেন জানান, শনিবার দুপুরে আকলিমা বেগম ও বাড়িতে থাকা তাদের তালাকপ্রাপ্ত মেয়ে রুমা খাতুনের পারিবারিক কাজ নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে রুমা খাতুন মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর মেয়ে বাড়ি থেকে পালিয়ে যান। 

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায় বলে তিনি জানান। 

এসআই সেলিম আরও জানান, শনিবার রাতে নিহতের স্বামী শাহাজান আলী মেয়ে রুমা খাতুনকে একমাত্র আসামি করে যশোর কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

“ঘটনার পরপরই মেয়েকে আটকে অভিযান শুরু করে পুলিশ। রোববার সকালে তাকে আটক করা হয়।” 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়ে স্বীকার করেছেন যে তার ইটের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে, বলেন এসআই সেলিম। 

রোববার সন্ধ্যায় দোগাছিয়া গ্রামে আকলিমার দাফন সম্পন্ন হয়েছে।