বিএসএফের বরাত দিয়ে বিজিবির এক কর্মকর্তা জানান, নিখোঁজ সৈনিকের কাছে থাকা অস্ত্রটি উদ্ধার হলেও ওয়্যারলেসটি পাওয়া যায়নি।
Published : 23 Feb 2024, 05:32 PM
সাতক্ষীরা সীমান্তের ইছামতি নদী থেকে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে বিএসএফ সদস্যরা দক্ষিণ হাড়দ্দহ এলাকার বালুরচর থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায় বলে জানান সাতক্ষীরা-১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানবির হাসান মজুমদার।
নিহত বিএসএফ সদস্যের নাম রিয়াজুল ইসলাম (৩০)।
বিজিবি অধিনায়ক বলেন, এক মাঝি ও বিএসএফের দুই সদস্য রাতে ইছামতি নদীতে ট্রলারে করে টহল দিচ্ছিলেন। ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। রাতেই মাঝিসহ দুজনকে উদ্ধার করে বিএসএফ। পরে রিয়াজুলকে না পেয়ে তারা বিজিবিকে জানায়।
সকালে ইছামতি নদীর সীমান্তের ভারতীয় পাশের চর থেকে নিখোঁজ সদস্যের মরদেহ পড়ে থাকতে দেখে বিএসএফ উদ্ধার করে নিয়ে যায়।
১৭ বিজিবির শাখারা টাউন শ্রীপুর কোম্পানির কমান্ডার সুবেদার মুজিবর রহমান জানান, রাতে আকস্মিক ঝড় ও প্রচুর বৃষ্টিপাত হয়। ওই সময় নদীতে বিএসএফের ট্রলার অবস্থান করছিল।
ঝড়ের কবলে পড়ে মাঝি ও দুজন সদস্যসহ ট্রলারটি ডুবে যায়। নদীতে তখন জোয়ার ছিল। তাদের একজন সৈনিক নিখোঁজ ছিলেন। সকালে ভাটার সময় নিখোঁজ ট্রলার ও সৈনিকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
বিএসএফের বরাত দিয়ে তিনি বলেন, “নিহত রিয়াজুলের কাছে থাকা অস্ত্রটি উদ্ধার হলেও ওয়্যারলেসটি পাওয়া যায়নি।”
একই কথা জানিয়েন ৩৩ বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা।