গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানান ওসি।
Published : 06 Jan 2024, 07:27 PM
ময়মনসিংহ নগরীতে সড়কে একটি প্রাইভেটকারে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর নওমহল এলাকায় এ ঘটনা ঘটে বলে কোতোয়ালী মডেল থানার ওসি মাঈন উদ্দিন জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মাঈন উদ্দিন বলেন, সন্ধ্যায় ওই এলাকায় ১০ থেকে ১৫ জন যুবক প্রাইভেটকারে ভাঙচুরের পর মালিককে গাড়ি থেকে বের করে আগুন দিয়ে পালিয়ে যায়।
“খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। গাড়িটি সম্পন্ন পুড়ে গেছে ।“
অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।