কম্বলে পেঁচানো ফুটফুটে শিশুটি পড়ে ছিল ময়লার ভাগাড়ে

শিশুটি এখন মাদারীপুর সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি রয়েছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2022, 10:20 AM
Updated : 18 Dec 2022, 10:20 AM

মাদারীপুর শহরের একটি ময়লার ভাগাড় থেকে এক নবজাতকে উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে শহরের অখিলবন্ধু সাহা সড়কের বটতলা এলাকায় রাস্তার পাশের ভাগাড় থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান।

তিনি আরও বলেন, “বটতলা এলাকার দোকানি অলি আহমেদ রাস্তার পাশেই কম্বল পেঁচানো অবস্থায় কন্যাশিশুটিকে দেখতে পান। পরে তিনি আশপাশের সবাইকে ডেকে আনেন। সবাই শিশুটিকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।“

মাদারীপুর সদর হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক নাইমা ফেরদৌস শান্তা বলেন, “শিশুটিকে নিবিড় পরিচর্যার জন্য ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। প্রথম যখন নিয়ে এসেছিলো তখন তার হাত-পা ঠান্ডা ছিল। বর্তমানে সে সুস্থ আছে। নবজাতকের বয়স একদিন হবে।“

মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, “শিশুটির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে কেউ যদি শিশুর পরিচয় দাবি করে বা কেউ দত্তক নিতে চায় তাহলে তাদেরকে আদালতের মাধ্যমে শিশুকে নিতে হবে।”