হেলমেট ও মাস্ক পরা কয়েকজন চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে তাকে কুপিয়ে পালিয়ে যায় বলে জানান ইউপি সচিব।
Published : 12 Nov 2023, 05:25 PM
নওগাঁর রাণীনগর উপজেলায় কার্যালয়ে ঢুকে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
রোববার সকালে দুর্বৃত্তদের হামলায় আহত পারইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুর রহমান (৪৫) জেলা যুবদলের সদস্য ও রাণীনগর উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক।
রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ জানান, সকালের দিকে ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ইউপি সচিব তরিকুল বলেন, “নিজের কক্ষে সেবাপ্রত্যাশীদের সেবা দিচ্ছিলেন চেয়ারম্যান জাহিদুর। এ সময় হেলমেট ও মাস্ক পরা ৬-৭ জন ব্যক্তি ইউপি কার্যালয়ে ঢোকেন। তাদের মধ্যে দুই ব্যক্তি চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে।
“এরপর চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে বলতে তারা তার উপর হামলা চালায়। এ সময় তারা চেয়ারম্যানকে পাইপ দিয়ে মারধরের পর দেশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। হামলাকারী মাস্ক পরে থাকায় তাদের চেনা যায়নি।”
তিনি জানান, এরপর চেয়ারম্যানকে উদ্ধার করে প্রথমে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আবু ওবায়েদ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।