উন্নয়নমূলক কাজের জন্য একদিনের জন্য বন্ধ থাকবে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ঢাকা-মাওয়া লেন।
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত লেনের মাওয়া থেকে শ্রীনগর পর্যন্ত সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবুল কাশেম মোহাম্মদ নাহীন রেজা।
তিনি জানান, শ্রীনগর রেল ওভারপাস ব্রিজের উন্নয়নমূলক কাজের জন্য এ পথটি একদিনের জন্য বন্ধ রাখা হবে। এই সময়ে এক্সপ্রেসওয়ের মাওয়া-ঢাকা লেন ব্যবহারকারী গাড়িগুলোকে সার্ভিস লেন ব্যবহার করতে হবে।
যান চলাচল বন্ধ রেখে ব্রিজের ক্ষতিগ্রস্ত এক্সপানশন জয়েন্ট মেরামত করা হবে জানিয়ে এ কর্মকর্তা বলেন, সার্বিক নিরাপত্তার নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “একদিনের জন্য একটি লেন বন্ধে যেন যানবাহন চলাচলে চ্যালেঞ্জ তৈরি না হয় সেজন্য যথাযথ প্রস্তুতি নিয়েছি আমরা। সার্ভিস লেন ব্যবহার করলে আশা করা যাচ্ছে চলাচলের ক্ষেত্রে কোনো সংকট তৈরি হবে না।”
এই সময়ে যেন যানজট তৈরি না হয় এবং যানবাহনগুলো ট্রাফিক আইন মেনে চলে, সেজন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন।
তিনি জানান, দুই প্রান্তেই অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।