তিনি বলেছেন, “আমাদের সজাগ থাকতে হবে।”
Published : 10 Nov 2023, 10:00 PM
মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেছেন, “আমাদের সজাগ থাকতে হবে। আগামী নির্বাচন অতি সন্নিকটে, সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
শুক্রবার বিকালে মাগুরার শ্রীপুর সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন জনসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, “আগামী দিনে দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই, আওয়ামী লীগের কোনো বিকল্প নেই।”
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশীদ মুহিতের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ. ফ. ম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সৈয়দ শরিফুল ইসলাম, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি মাকসুদুল ইসলাম, প্রকৌশলী তাসনীম আক্তার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরকার হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান, পঙ্কজ কুমার সাহা, জেলা কৃষক লীগের সভাপতি মঈনুল ইসলাম পলাশ।