ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ২১০ জন রোগী ভর্তি হয়েছেন।
Published : 31 Oct 2023, 04:36 PM
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশু ও নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১১০ জনে।
মঙ্গলবার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক এ তথ্য জানান।
মৃতরা হলেন- সদরপুর উপজেলার আফসার শেখের স্ত্রী রাহিমন বেগম (৬০) ও মধুখালী উপজেলার আলমপুর গ্রামের মিনহাজ শেখের সাত মাস বয়সি ইরফান।
হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু ইরফান ও রাহিমন বেগম মারা যান।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ২১০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৪৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৫৫৪ জন; এরমধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৯৬৩ জন রোগী।