“আমার বিরুদ্ধে অভিযোগগুলো সত্য নয়। যারা অভিযোগ দিয়েছে তাদের প্রমাণ দেখাতে হবে।”
Published : 07 Apr 2025, 05:30 PM
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় আওয়ামী লীগের নেতা ও তার বাবা বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
সোমবার দুপুরে উপজেলার চর লরেন্স বাজারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এলাকাবাসীর ব্যানারে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলা হয়।
এতে বক্তারা বলেন, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য আফনানুল ইসলাম আকাশ ও তার বাবা সিরাজুল ইসলাম সেরাজ সরকারি খাল, কবর ও ব্যক্তি মালিকানা জমি দখলসহ অপকৌশলের মাধ্যমে নিজেদের নামে রেকর্ড করে নিয়েছেন। এসবের প্রতিবাদ করলে হামলা ও মামলা জড়িয়ে হয়রানি করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হাজিরহাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব, কমলনগর কলেজের অধ্যক্ষ আরিফ হোসেন, ভুক্তভোগী দাবি করা শুক্কুর আহমেদ, সাবেক ইউপি সদস্য আলী আকবর, আব্দুল আউয়াল, মো. লিটন ও আবু তাহের। এ সময় এলাকার ১৫-২০ ব্যক্তি উপস্থিত ছিলেন।
আব্দুল আউয়াল বলেন, “আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে সেরাজ ও তার ছেলে আকাশ আমাদের ৪৪ শতাংশ জমি দখল করেছে। জমি ফেরত চাইলে মামলা-হামলা জড়ানোর হুমকি দিচ্ছে।”
আব্দুল মোতালেব বলেন, “বাজারের কবরস্থান স্থানীয় মানুষের জমি। এখানে সেরাজের আধা শতাংশ জমিও নেই। কিন্তু তিনি অপকৌশলের মাধ্যমে নিজের নামে কবরস্থানের ৭ শতাংশ জমি রেকর্ড করে নিয়েছে। এখন কবরস্থান দখল করে দোকান নির্মাণের পাঁয়তারা করছে।
“মানুষের জমি জোরপূর্বক দখলে নিতে সেরাজ ৫১ জনের নামে আদালতে মামলা করেছে। সে আমার চাচার কাছে ২৮ শতাংশ জমি বিক্রি করেছে, কিন্তু রেজিস্ট্রি করে দিয়েছে মাত্র ৬ শতাংশ জমি। পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ১৩ শতাংশ জমির ওপর দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়েছে। কিন্তু সরকারকে কোনো ট্যাক্স দিচ্ছে না। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।”
অভিযোগ অস্বীকার সিরাজুল ইসলাম সেরাজ বলেন, “আমার বিরুদ্ধে অভিযোগগুলো সত্য নয়। যারা অভিযোগ দিয়েছে তাদের প্রমাণ দেখাতে হবে।”
তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি সেরাজের ছেলে আফনানুল ইসলাম আকাশ।
কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি জানা নেই। কেউ আমাদের জানায়নি।”
বক্তব্য জানতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।