নিহত শ্রমিকের স্ত্রী ও ভাইকে তাৎক্ষণিক চার লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে, বলেন কারখানাটির মহাব্যবস্থাপক।
Published : 19 Apr 2025, 07:03 PM
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কারখানার ভেতরেই শ্রমিকের আত্মহত্যার ঘটনায় দুই কর্মকর্তাকে অব্যাহতিসহ শোক প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় মনট্রিমস্ লিমিটেডের সামনে গিয়ে দেখা গেছে, কারখানার সামনে ওই দুই কর্মকর্তাকে অব্যাহতির নোটিস সাঁটিয়ে দেওয়া হয়েছে। শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
অব্যাহতি পাওয়া দুই কর্মকর্তা হলেন, কারখানাটির সহকারী ব্যবস্থাপক (প্ল্যানিং) কামরুল ইসলাম ও উপ ব্যবস্থাপক (কার্টন সেকশন) হারুন অর রশিদ।
বৃহস্পতিবার মধ্যরাতে মনট্রিমস্ লিমিটেড কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ফেইসবুকে পোস্ট দিয়ে কারখানাতেই মো. ইদ্রিস আলী (২৩) নামে এক শ্রমিক আত্মহত্যা করেন।
এরপর কারখানায় একদিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
মারা যাওয়া মো. ইদ্রিস আলী উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় সপরিবার ভাড়া বাসায় থেকে মনট্রিমস্ লিমিটেড কারখানার কার্টন সেকশনে কাজ করতেন।
কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকেরা বলেন, ইদ্রিস আলী বৃহস্পতিবার রাতে তার ফেইসবুক আইডিতে কারখানায় অনিয়ম ও সহকারী ব্যবস্থাপক (প্ল্যানিং) কামরুল ইসলাম ও উপব্যবস্থাপক (কার্টন সেকশন) হারুন অর রশিদের বিরুদ্ধে অভিযোগ তোলেন।
পরে তিনি বিষাক্ত রাসায়নিক দ্রব্য পান করে আত্মহত্যা করেন।
বিষয়টি গণমাধ্যমে আসার পর ব্যাপক সমালোচনার মুখে রাতেই ওই দুই কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
মনট্রিমস্ লিমিটেডের মহাব্যবস্থাপক গোলাম সারওয়ার বলেন, “নিহতের স্ত্রী ও ভাইকে দুই লাখ করে চার লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। নিহতের বাড়িতে তিন দিনের জন্য আমাদের একজন স্টাফ মোতায়েনসহ তিন দিনের খাবারের ব্যবস্থা করা হয়েছে। গাজীপুর থেকে নিহতের গ্রামের বাড়িতে লাশ নেওয়া ও দাফনের খরচ দেওয়া হয়েছে।”
নিহত ইদ্রিসের স্ত্রী বা তার স্বজনদের কেউ চাইলে তাদের চাকরির ব্যবস্থা করা হবে বলে জানান গোলাম সারওয়ার।
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মো. যোবায়ের বলেন, “নিহতের স্বজনরা গ্রামের বাড়ি আছেন। তারা ফিরলে এ ঘটনায় মামলা হবে।”
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, “কারখানা এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত পরিবেশ শান্ত আছে।”