বরিশাল মেডিকেলে পলেস্তারা খসে রোগীর স্বজন আহত

হাসপাতালের মাঝের গেট দিয়ে ভিতরে প্রবেশ করার সময় নুর মোহাম্মদের মাথায় পলেস্তারা খসে পড়ে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2022, 06:40 PM
Updated : 15 August 2022, 06:40 PM

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে এক রোগীর স্বজন আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই আব্দুর রহমান জানিয়েছেন।

আহত নুর মোহাম্মদ (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ভোলার লালমোহন উপজেলার চরভুতা গ্রামের আব্দুল জলিলের ছেলে।

এসআই আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালের মাঝখানের গেট দিয়ে ভিতরে প্রবেশ করছিলেন নুর মোহাম্মদ। এ সময় পলেস্তারা খসে মাথার উপর পড়ে তার মাথায় জখম হয়েছে।

বর্তমানে তিনি হাসপাতালে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

নুর মোহাম্মদ সাংবাদিকদের জানান, গত ২৭ দিন ধরে তার আড়াই বছর বয়সী সন্তান রিফাত হাসপাতালের তৃতীয় শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। বিভিন্ন কাজে হাসপাতালের সামনে যেতে হয়। সাড়ে ৮টার দিকে হাসপাতালের মাঝের গেট থেকে প্রবেশের সময় পলেস্তারা খসে মাথার উপর পড়ে। এতে মাথায় জখম হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. এসএম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পলেস্তারা খসে পড়ে রোগীর স্বজন মাথায় আঘাত পেয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ও সুস্থ রয়েছেন।

বিষয়টি গণপূর্ত দপ্তরকে অবহিত করা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে বলে পরিচালক জানিয়েছেন।