ফরিদপুর নৌপুলিশের কর্মকর্তা বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো মাল অপসারণ করতে দেওয়া হবে না।
Published : 26 Oct 2024, 06:56 PM
গভীর রাতে ফরিদপুর শহরের নদী বন্দর সিঅ্যান্ডবি ঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত ৪ হাজার বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিঅ্যান্ডবি ঘাট ও ধলার মোড় এলাকায় এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আবুজর মো. ইজাজুল হক।
তিনি বলেন, গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যে তারা এ অভিযান চালান।
এ সময় সিঅ্যান্ডবি ঘাট এলাকায় একটি কার্গোতে থাকা ১ হাজার ৬০০ বস্তা ও ধলার মোড় এলাকায় একটি গোডাউনে থাকা ২ হাজার ৪০০ বস্তা অবৈধভাবে মজুত সার জব্দ করেন।
কার্গো ও গোডাউন সিলগালা করা হয় বলে জানান নির্বাহী হাকিম আবুজর মো. ইজাজুল হক।
তিনি আরও বলেন, “অভিযানের সময় গোডাউন মালিককে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ফরিদপুর নৌপুলিশের কর্মকর্তা মাসুদুল আহমেদ বলেন, “এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো মালামাল অপসারণ করতে দেওয়া হবে না। কার্গোতে থাকা মালামাল জব্দ করা হয়েছে। আমরা নিরাপত্তার দায়িত্ব রয়েছি।”